Home BREAKING NEWS নির্বাচনী প্রচারে অসুস্থ বাদল চৌধুরী

নির্বাচনী প্রচারে অসুস্থ বাদল চৌধুরী

by News On Time Tripura
0 comment
ঋষ্যমুখ

ঋষ্যমুখঃ

বামফ্রন্ট এবং কংগ্রেসের সমর্থিত প্রার্থী অশোক মিত্রের সমর্থনে ঋষ্যমুখে নির্বাচনী সভা।

সামনেবিধানসভা নির্বাচন যতই ঘনিয়ে আসছে নির্বাচনী প্রচারের ঝড় তুলছে বামপন্থীরা। লালের শক্ত ঘাটি হিসেবে পরিচিত ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্র । এই কেন্দ্র থেকে বাম প্রার্থী বাদল চৌধুরী বার বার জয়ী হয়ে মন্ত্রীও হন । অসুস্থতার কারণে প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরীকে এই কেন্দ্রে প্রার্থী করেনি দল । প্রার্থী করা হয়েছে রাষ্ট্রপতি পুরুস্কার পদক প্রাপ্ত তথা অবসর প্রাপ্ত শিক্ষক অশোক মিত্রকে । এরপরই নির্বাচনী লড়াই ময়দানে নেমে পরলো বামেরা । উদ্দেশ্য লালের ঘাটিকে অক্ষত রাখা। শনিবার বেলা সাড়ে বারোটায় বামফ্রন্ট ও কংগ্রেস সমর্থিত মনোনীত প্রার্থী অশোক মিত্রকে বিপুল ভোটে জয়ী করার আহ্বানে নির্বাচনী সভা ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রে । সভাটি হয় ঋষ্যমুখ বাজার সংলগ্ন সিপিআইএম পার্টি অফিস সংলগ্ন এলাকায়। এই দিনের সভায় ছিলেন, প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় কমিটির সদস্য বাদল চৌধুরী, সিপিআইএম পশ্চিম বঙ্গ রাজ্য কমিটির সদস্য তন্ময় ভট্টাচার্য, বাম প্রার্থী অশোক মিত্র, সিপিআইএম দক্ষিণ জেল ও মহকুমা কমিটির সম্পাদক বাসুদেব মজুমদার, তাপস দত্ত , ঋষ্যমুখ ব্লক কংগ্রেস সভাপতি হেমন্ত লোধ সহ অন্যান্য নেতৃত্বরা।
সভা শুরু হয় নারী নেত্রী শিউলি লোধের সমর্থনে। সভায় বক্তব্য রাখেন প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় কমিটির সদস্য বাদল চৌধুরী, সিপিআইএম পশ্চিম বঙ্গ রাজ্য কমিটির সদস্য তন্ময় ভট্টাচার্য, বাম প্রার্থী অশোক মিত্র, সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটির সম্পাদক তাপস দত্ত । বক্তারা আলোচনা রাখতে গিয়ে, বিজেপি সরকারের তীব্র সমালোচনা করার পাশাপাশি শান্তি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বাম কংগ্রেস মনোনীত প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান ।

You may also like