Home BREAKING NEWS দলীয় পতাকা লাগাতে গিয়ে আক্রান্ত সিপিআইএম

দলীয় পতাকা লাগাতে গিয়ে আক্রান্ত সিপিআইএম

by News On Time Tripura
0 comment
গোলাঘাটি

গোলাঘাটিঃ দলীয় পতাকা লাগাতে গিয়ে আক্রান্ত তিন সিপিএম কর্মী। ঘটনা গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের ঘোষ পাড়া এলাকায় বুধবার দুপুরে। জানা যায় স্থানীয় তিন সিপিএম কর্মী নির্বাচনী প্রচার হেতু গোলাঘাটি কেন্দ্রের ঘোষপাড়া এলাকায় দলীয় পতাকা লাগাতে থাকে। এমন সময় সিপাহীজলা এলাকার এক যুবক তাদের উপর হামলে পরে। দুস্কৃতি যুবকের নাম উত্তম দত্ত। যুবকটির আক্রমনে তাদের একটি বাইক ক্ষতিগ্রস্থ হয় , পাশাপাশি দলীয় পতাকাগুলিও ছুড়ে ফেলে দেয় এবং তাদের উপর শারীরিক আক্রমনও করে। আক্রান্ত তিন সিপিএম কর্মীর নাম ধীরেন্দ্র সরকার, খোকন ভৌমিক এবং আব্দুল রজ্জাক। তারা সকলেই বয়স্ক নাগরিক। পরে বিশালগড় থানা থেকে ছুটে যান ওসি বাদল চন্দ্র সাহা সহ আধা সামরিক বাহিনীর জোওয়ানরা। পরিস্থিত নিয়ন্ত্রনে আসলেও অধরা থাকে দুস্কৃতি উত্তম দত্ত।

You may also like