Home ত্রিপুরা শহর কাঁপিয়ে মনোনয়ন জমা সুশান্তের

শহর কাঁপিয়ে মনোনয়ন জমা সুশান্তের

by News On Time Tripura
0 comment
বিশালগড়

বিশালগড়ঃ বিশালগড়ে জনঢল নামাল সুশান্ত। সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিনে বিশালগড়ে শক্তি দেখাল বিজেপি প্রার্থী সুশান্ত দেব। রাজ্যের বিভিন্ন জায়গায় সোমবার মনোনয়নপত্র জমা করে বিজেপি দলের মনোনিত প্রার্থীরা। এর মধ্যে বিশালগড়ে রেকর্ড সংখ্যক জন সমাগম নিয়ে মনোনয়নপত্র জমা করল বিজেপির তরুন প্রার্থী সুশান্ত দেব। বিশালগড়ের মোটর স্ট্যান্ড থেকে প্রায় পাঁচ হাজার মানুষের মিছিল নিয়ে মহকুমা শাসক কার্যালয়ে বিশালগড় বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার বিনয় ভুষন দাসের নিকট মনোনয়ন জমা করেন তিনি। বিশালগড়ের স্থানীয় বিজেপি নেতাদের উপস্থিতিতে সুশান্তের মনোনয়নপত্র জমার এই সুবিশাল রেলী বরাবরই জয়ের প্রথম ইঙ্গিত তুলে ধরল এদিন। বিশালগড়ে প্রার্থী নির্বাচন নিয়ে বিজেপি স্থানীয় বিভিন্ন নেতাদের মধ্যে কড়া লড়াই ছিল । এর মধ্যে বিশালগড়ের সন্তান তথা বিজেপি যুব মোর্চা প্রদেশ সভাপতি নবাদল বনিকের নামও ছিল এই লড়াইয়ে। তবে দল শেষ ভরসা দেখায় সুশান্তের উপর। এনিয়ে বিশালগড়ে বিজেপির মধ্যে অন্তর্কোন্দলের সনভাবনার গুঞ্জন ছিল। তবে মনোনয়নপত্র জমার সময় নবাদল বনিককে সাথে নিয়ে এই বিষয়ে রাজনৈতিক বিচক্ষনতার পরিচয় রাখলেন সুশান্ত। শুধু তাই নয় প্রার্থী হিসাবে নির্বাচিত হবার পর প্রথম ফোন নবাদল বনিককেই করেন বলে জনান সুশান্ত দেব। বিশালগড় থেকে একই সাথে বিজেপির হয়ে রাজনৈতিক কর্মকান্ড শুরু করেছিল তরুন দুই বন্ধু। সোমবার আবারও নিজেদের বন্ধুত্বের জানান দিয়ে কর্মীদের মধ্যে ধনাত্মক বার্তা পৌছে দিলেন সুশান্ত দেব। এই কেন্দ্র থেকে বিরোধী সিপিআইএমের প্রভাবশালী প্রার্থী পার্থ প্রতিম মজুমদারের সামনে বিজেপি প্রার্থী সুশান্ত দেবের রাজনৈতিক অভিজ্ঞতা অনেক কম হলেও সোমবার বিজেপি প্রার্থী প্রথম বলেই ছক্কা হাকিয়ে বিরোধী শিবিরে এক প্রকার কাপন ধরায়। মন্ডল সভাপতি হিসাবে বিশালগড়ে দীর্ঘদিনের কাজের নিরিখে বিশালগড়ের প্রতিটি বুথের হিসাব সুশান্ত দেবের নখদর্পনে। আর সেই নিরিখে রাজনৈতিক কম অভিজ্ঞতা সম্পন্ন হলেও বিশালগড় থেকে আসন্ন বিধানসভায় বিজেপির জয়কে সুনিশ্চিত করতে পারে সুশান্ত।

You may also like