Home অপরাধ বিয়ে করতে চাওয়ায় প্রেমিকার মুখে লাথি প্রেমিকের, মারের চোটে জ্ঞান হারাল তরুণী

বিয়ে করতে চাওয়ায় প্রেমিকার মুখে লাথি প্রেমিকের, মারের চোটে জ্ঞান হারাল তরুণী

by News On Time Tripura
0 comment
নয়াদিল্লি

নয়াদিল্লিঃ বিয়ে করতে চেয়েছিলেন প্রেমিকা। তাতেই আপত্তি প্রেমিকের। আর তার জন্য প্রেমিকার মুখে লাথি মারলেন ২৪ বছরের এক যুবক! শুধু লাথিই নয়, প্রেমিকাকে এলোপাথাড়ি কিল, চড়, ঘুষিও মারতে থাকেন তিনি। মারের চোটে অজ্ঞান হয়ে যান ১৯ বছরের তরুণী। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রেওয়া জেলায়। অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বুধবার বিয়ে করার জন্য প্রেমিককে জোরাজুরি করছিলেন ১৯ বছরের প্রেমিকা। বিয়ের কথা শুনেই রেগে যান যুবক। প্রেমিকার মুখে সজোরে লাথি মারেন তিনি। এ ভাবে মারধর করা চলতে থাকে কয়েক মিনিট ধরে। কিছুক্ষণ পরেই অজ্ঞান হয়ে যান প্রেমিকা। এই মারধরের একটি ভিডিয়ো সমাজ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ভয়ঙ্কর দৃশ্য দেখে শিহরিত হয়েছেন নেটাগরিকরা। যদিও আনন্দবাজার অনলাইন এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বুধবারই তরুণীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই যুবককে আটক করেছিল। কিন্তু পরে ওই তরুণী, যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে রাজি হননি। তাই যুবককে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। কিন্তু পরে ছড়িয়ে পড়া ভিডিয়ো দেখে স্বতঃপ্রণোদিত হয়ে যুবকের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ। বর্তমানে পলাতক ওই যুবক। তাঁকে খোঁজার চেষ্টা চলছে।

You may also like