Home BREAKING NEWS ভয়াবহ বাস দুর্ঘটনায় পড়ুয়া সহ কমপক্ষে ১৫ জনের মৃত্যু, আহত বহু। ঘটনা মণিপুরের নোনে জেলায়।

ভয়াবহ বাস দুর্ঘটনায় পড়ুয়া সহ কমপক্ষে ১৫ জনের মৃত্যু, আহত বহু। ঘটনা মণিপুরের নোনে জেলায়।

by News On Time Tripura
0 comment
মনিপুরে দুর্ঘটনাগ্রস্থ স্কুল বাস। ছবি: সংগৃহীত

মণিপুরের নোনে জেলায় ভয়াবহ বাস দুর্ঘটনা। বুধবার সকালের ওই দুর্ঘটনায় খাদে পড়ে গেল স্কুল বাস। অন্তত ১৫ জন স্কুল পড়ুয়া-সহ বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে বলে সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে। প্রশাসন সূত্রের খবর, দুর্ঘটনায় আহত হয়েছেন বহু পড়ুয়া। তাদের কয়েক জনের অবস্থা গুরুতর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে পাহাড়ি রাস্তায় চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের খবর, থৌবাল জেলার ইয়ারিপকের ‘থাম্বলনু হায়ার সেকেন্ডারি স্কুলের’ পডুয়াদের নিয়ে দু’টি বাস শিক্ষামূলক ভ্রমণে খৌপুমের দিকে যাচ্ছিল। সে সময়ই বিষ্ণুপুর-খৌপম সড়কে লোংসাই তুবং এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঢালু খাদে গড়িয়ে বাসটি উল্টে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়েরা দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের কাজ শুরু করেন।

You may also like