Home VIDEO শিক্ষক স্বল্পতা সহ একাধিক সমস্যা নিয়ে আবারো পথ অবরোধ ছাত্রছাত্রীদের

শিক্ষক স্বল্পতা সহ একাধিক সমস্যা নিয়ে আবারো পথ অবরোধ ছাত্রছাত্রীদের

by News On Time Tripura
0 comment
সোনামুড়া, ত্রিপুরা

সোনামুড়া ঃ সোনামুড়া থেকে বক্সনগর সড়ক অবরোধ করে মতিনগর স্কুলের শিক্ষার্থীরা । সিপাহীজলা জেলার বক্সনগর বিধানসভার মতিনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী সংখ্যা ৩০০জন, আর তাদের পাঠদানের জন্য শিক্ষক মাত্র নয় জন। তাছাড়াও রয়েছে নানা অভিযোগ । বিদ্যালয়ের পরিকাঠামোর সমস্যা, বহিরাগত যুবকরা এসে ইভটিজিং করে ছাত্রীদের, নেই স্কুলের বাউন্ডারি। সামনে ছাত্র ছাত্রীদের ফাইনাল পরীক্ষা। কিন্তু লেখাপড়া লাটে । তাই ক্ষুব্ধ হয়ে সোনামুড়া থেকে বক্সনগর সড়ক অবরোধ করে ছাত্র ছাত্রীরা। সকাল ১০ টা থেকে শুরু হয় অবরোধ।   সাধারণ পথচারী থেকে শুরু করে কর্তব্যস্থলে যাওয়া কর্মচারীরা আটকে পড়ে রাস্তায়।

You may also like